| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী জাগ্রত কবি মুহিব খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করল “জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র”


জাগ্রত কবি মুহিব খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করল “জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র”


রহমত নিউজ     29 September, 2024     12:34 PM    


জাগ্রত কবি মুহিব খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন “জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র” (জাসাক)।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের একটি অভিজাত মিলনায়তনে দেশের স্বনামধন্য কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে সংগঠনের কমিটি ঘোষণা করেন জাগ্রত কবি মুহিব খান।

জাগ্রত কবি মুহিব খানকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি, শিল্পী ও কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক, জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে প্রকাশ করা হয় সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচি।

এসময় সভাপতির বক্তব্যে জাগ্রত কবি মুহিব খান বলেন, দেশ, জাতি, ধর্ম, সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির  চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।

অনুষ্ঠানে শিল্পী ও সংগঠক মাঈনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজধানীর পীর ইয়ামেনি মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান, মুফতী আফজাল হোসাইন, আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর, খন্দকার হোসাইন আহমদ, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা